[email protected] সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৫ কার্তিক ১৪৩২

যুদ্ধবিরতির পর ৮০ বার লঙ্ঘন করেছে ইসরাইল, নিহত ৯৭

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার চালানো ইসরাইলের সবচেয়ে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির মধ্যে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলি বাহিনী।

এ নিয়ে ১০ অক্টোবর থেকে ইসরাইল ৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। অন্যদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভাঙার পাল্টা অভিযোগ তুলেছে ইসরাইল। আইডিএফ বলছে, রোববার সকালে রাফায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহতের জেরে বিমান হামলা চালিয়েছে তারা। সিরিজ হামলার পর রাত থেকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ।

তবে রাফার ইসরাইলি বাহিনীর ওপর চালানো হামলা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছে হামাস। এদিকে ২৮ বন্দীর মরদেহের মধ্যে ১২ জনের মরদেহ ফেরত দিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বিপরীতে ১৫০ ফিলিস্তিনির মরদেহ গাজায় ফেরত পাঠালো তেল-আবিব।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর