যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এআই প্রযুক্তিতে তৈরি একটি ভিডিও পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, ট্রাম্প ‘কিং ট্রাম্প’ লেখা একটি যুদ্ধবিমান চালাচ্ছেন, মাথায় মুকুট পরে টাইমস স্কয়ারের ওপর দিয়ে উড়ছেন এবং নিচে থাকা ‘নো কিংস’ স্লোগানের বিক্ষোভকারীদের ওপর বাদামি রঙের তরল বোমা ফেলছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে কেনি লগিনসের গান ‘ডেঞ্জার জোন’।
বিক্ষোভটি যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়, যাতে প্রায় ৭০ লাখ মানুষ অংশ নেয়। আয়োজকরা বলেন, এটি কর্তৃত্ববাদের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ। তবে রিপাবলিকান নেতারা এই আন্দোলনকে ‘আমেরিকাবিদ্বেষী’ বলে মন্তব্য করেছেন এবং আন্দোলনকারীদের হামাসপন্থী ও অ্যান্টিফা সমর্থক বলে দাবি করেছেন।
ভিডিওটি প্রকাশের পর ট্রাম্পপন্থীরা নানা এআই কনটেন্ট শেয়ার করছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এমন একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে ট্রাম্প রাজকীয় পোশাক পরে আছেন এবং ডেমোক্র্যাটরা তার সামনে নতজানু।
সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই ধরনের কর্মকাণ্ড মার্কিন রাজনীতিতে সহিংসতা ও অস্থিরতা উসকে দিতে পারে। অতীতেও ট্রাম্প প্রশাসন বিক্ষোভ দমন ও জাতীয় গার্ড মোতায়েনের মতো পদক্ষেপ নিয়েছে। ফলে এই ডিজিটাল প্রচার কৌশলকে অনেকেই রাজনৈতিক সহিংসতার সম্ভাব্য পূর্বাভাস হিসেবে দেখছেন।
মন্তব্য করুন: