ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বের অন্যতম বিখ্যাত জাদুঘর ল্যুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার সকালে ঘটনার পর একদিনের জন্য জাদুঘরটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফরাসি সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতি এক্সে (সাবেক টুইটার) জানান, “ব্যতিক্রমী কারণে আজ ল্যুভর বন্ধ থাকবে।” তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কী কী চুরি হয়েছে। তবে ফরাসি সংবাদমাধ্যম দাবি করেছে, ডাকাতরা জাদুঘর থেকে মূল্যবান গয়না লুট করে নিয়ে গেছে।
বিশ্বজুড়ে শিল্পপ্রেমীদের কাছে ল্যুভর একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এখানে বিখ্যাত চিত্রশিল্প মোনালিসা থেকে শুরু করে অসংখ্য শিল্পকর্ম, ভাস্কর্য ও মূল্যবান নিদর্শন সংরক্ষিত রয়েছে।
ল্যুভরে এমন নিরাপত্তা ভেদ করে ডাকাতির ঘটনা বিরল হলেও এবার ঘটনার গুরুত্ব ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির কারণে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
মন্তব্য করুন: