পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ভারতের ব্রহ্মস আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে—ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, ‘উসকানি পেলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না।
মুনির বলেন, পারমাণবিক অস্ত্রের পরিবেশে যুদ্ধের স্থান নেই, কিন্তু ওপর হামলা হলে পাকিস্তান চাহিতের অতিরিক্ত ও শক্ত প্রতিক্রিয়া দেবে।
তিনি দাবি করেন, কোনো আগ্রাসনের পুরো দায়ভার ভারতেরই বহন করতে হবে এবং এতে পুরো অঞ্চল ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়বে। মুনির ভারতকে কাশ্মীর ইস্যুতে উত্তেজনা বাড়ানোর অভিযোগও আনেন। আগষ্টে যুক্তরাষ্ট্রে দেওয়া এক ভাষণে তিনি একই ধরণের পারমাণবিক সতর্কবার্তা দিয়েছিলেন।
ভারতীয় সূত্র অবশ্য বলছে, পাকিস্তানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে পারমাণবিক সিদ্ধান্ত থাকায় তা অঞ্চলের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে। মুনির পুনরায় বলেছেন নতুন সংঘাত হলে পাকিস্তানের প্রতিক্রিয়া ভারতের ধারণার বাইরে যাবে এবং তার অস্ত্রশক্তি ভারতের ভৌগোলিক নিরাপত্তার ধারণাকে ভাঙবে।
মন্তব্য করুন: