পেরুতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে অন্তত একজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানী লিমার পুলিশ প্রধান জেনারেল এনরিক ফেলিপে মনরয়কে বরখাস্ত করেছে দেশটির সরকার। মনরয় জানুয়ারি ২০২৪ থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার রাজধানী লিমায় “জেনারেশন জেড” নামের যুব সংঘের ডাকা এক বিক্ষোভে পুলিশের গুলিতে একজন বিক্ষোভকারী নিহত হয়। ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা জাতীয় পুলিশ কমান্ডার অস্কার অ্যারিওলা মনরয়কে বরখাস্তের ঘোষণা দেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল ম্যানুয়েল ভিদার্তে।
সম্প্রতি পেরুতে দুর্নীতি, চুক্তিভিত্তিক হত্যা এবং চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় রাজধানী লিমা জুড়ে সরকারবিরোধী আন্দোলন বাড়ছে। এসব ব্যর্থতার দায়ে দেশটির অজনপ্রিয় প্রাক্তন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে কংগ্রেস অভিশংসিত করেছে।
নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আগে, আগামী এপ্রিলে ভোট না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার জোসে জেরি অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন: