[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২

আফগানিস্তানে ফের ভয়াবহ হামলা চালাল পাকিস্তান, নিহত ৪০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পরপরই আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার তোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, এ হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৭০ জন, যাদের অনেকেই নারী ও শিশু।

আফগান-পাকিস্তান সীমান্তবর্তী স্পিন বোলদাক এলাকায় বিমান হামলার পাশাপাশি আর্টিলারি গোলাবর্ষণও করেছে পাকিস্তানি বাহিনী। এতে নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ শোরবাক এলাকায় বহু ঘরবাড়ি দোকান ধ্বংস হয়েছে।

এর আগে অক্টোবর কাবুলে পাকিস্তানি বিমান হামলায় তেহরিক- তালেবান (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেহসুদ নিহত হন। এরপর ১১ অক্টোবর থেকে শুরু হয় সীমান্ত সংঘাত। চার দিন চলার পর ১৫ অক্টোবর দুদিনের যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। তবে শুক্রবার দুপুরে যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের হামলা চালায় পাকিস্তান।

পাকিস্তানের দাবি, আফগান তালেবান সরকার টিটিপিকে আশ্রয়-সহায়তা দিচ্ছে। তবে কাবুল বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর