যুদ্ধ শেষে ভয়াবহ ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়ে গাজা। ইসরায়েলি বাহিনী (আইডিএফ) সরে গেলেও প্রায় দুই বছরের আগ্রাসনে গাজা শহর পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) তথ্য অনুযায়ী, গাজার রাস্তাঘাট, ভবনসহ পুরো শহর পরিষ্কার করতে সরাতে হবে প্রায় ৫ কোটি ৪০ লাখ টন ধ্বংসাবশেষ, যার ওজন প্রায় ১৩টি পিরামিডের সমান।
ধাপে ধাপে শুরু হয়েছে পুনর্গঠনের কাজ। অগ্রাধিকার ভিত্তিতে প্রথমেই রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে, যেন দ্রুত পৌঁছানো যায় খাদ্য ও চিকিৎসা সামগ্রী। ইউএনডিপির প্রতিনিধি জ্যাকো সিলিয়ার্স জানান, অপসারণ শুরুর আগে নিরাপত্তার কারণে অবিস্ফোরিত বোমা সরানো জরুরি।
অস্থায়ী আশ্রয়কেন্দ্র গঠন, হাসপাতাল ও সামাজিক সেবাকেন্দ্র মেরামতের কাজও এগিয়ে নিতে হবে। কারণ, শীতকাল আসছে, আর হাজার হাজার মানুষ এখনো খোলা আকাশের নিচে বা তাবুতে বসবাস করছে।
জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার জানিয়েছে, গাজার ৮৩ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত। তাই মানবিক সহায়তা পৌঁছাতে ও পুনর্গঠনের ভিত্তি গড়তে ধ্বংসাবশেষ সরানো এখন গাজার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মন্তব্য করুন: