[email protected] শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২

রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত, ট্রাম্পকে ‘আশ্বস্ত’ করেছেন মোদি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:১০ পিএম

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার তেল কেনা বন্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভারত রাশিয়া থেকে তেল কিনছে দেখে আমি খুশি ছিলাম না।

মোদি আজ আমাকে আশ্বস্ত করেছেন, তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।” ট্রাম্প এ পদক্ষেপকে মস্কোকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, “এটি একটি বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও একই পথে আনব।”


তবে এ বিষয়ে ভারতীয় দূতাবাস কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের এই সম্ভাব্য পরিবর্তন বৈশ্বিক জ্বালানি কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, কারণ রাশিয়ার অন্যতম বড় তেলগ্রাহক দেশ ভারত।

রয়টার্সের বরাতে জানা গেছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিক কার্যকর না হলেও শিগগিরই বাস্তবায়িত হবে। ট্রাম্প আগেও রাশিয়ান তেল আমদানির কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশসহ মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর