শ্রীলঙ্কায় ভ্রমণে যেতে পর্যটকদের জন্য আগাম ‘ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন’ বা ইটিএ গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।
বুধবার থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
শ্রীলঙ্কার হাইকমিশন দেশটির ইমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে জানিয়েছে, নতুন নির্দেশনা অনুযায়ী ভ্রমণকারীরা এখন দুইভাবে ইটিএ বা ডিজিটাল অনুমতি সংগ্রহ করতে পারবেন। আবেদন করতে হবে শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। অথবা সংশ্লিষ্ট দেশে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে ভিসা আবেদন জমা দিয়ে অনুমতি নেয়া যাবে। পর্যটক, ব্যবসায়ী ও ট্রানজিট যাত্রীদের যাত্রার আগেই এই অনুমতি নিতে হবে।
অপরদিকে, শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যারা আগে থেকে ইটিএ নিশ্চিত করবেন না, তাদের প্রবেশে জটিলতা সৃষ্টি হতে পারে। কিছুক্ষেত্রে তাদের ফেরতও পাঠানো হতে পারে।
তবে কিছু দেশের জন্য শিথিল থাকছে এই নিয়ম। তাদের মধ্যে রয়েছে- সিচেলিস, মালদ্বীপ এবং সিঙ্গাপুর।
এছাড়াও চীন, ভারত, রাশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং জাপানের পাসপোর্টধারীরাও বর্তমান ব্যবস্থার অধীনে পর্যটনের উদ্দেশ্যে বিনামূল্যে ইটিএ পেতে পারেন।
মন্তব্য করুন: