[email protected] রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২

দামেস্কের গণকবর থেকে কয়েক হাজার মরদেহ গোপনে সরিয়েছেন বাশার: রয়টার্স

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার-আল আসাদ দামেস্কের মরুভূমির গণকবর থেকে হাজার হাজার মরদেহ গোপনে অন্যত্র সরিয়ে ফেলেছেন। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য। মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই তার এ প্রচেষ্টা, বলছে রয়টার্স।

ক্ষমতায় থাকাকালীন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশটির জনগণের ওপর যে ধরণের নির্যাতন করে গেছেন, তার ক্ষত চিহ্ন আজও বয়ে বেড়াচ্ছে সিরিয়া মাটি। এবার বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে বেড়িয়ে এসেছে সেই তথ্য। মঙ্গলবার এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

যেখানে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২১ সালে সিরিয়ায় 'অপারেশন মুভ আর্থ' নামে বিশেষ এক ধরণের অভিযান চালিয়েছে বাশার আল-আসাদ। এই অভিযানে রাজধানী দামেস্কের মরুভূমি থেকে হাজার হাজার মরদেহ গোপনে অন্যত্র সরিয়ে নেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে নিজেকে নিরপরাধ প্রমাণ করতেই মূলত তার এ ধরণের কর্মকাণ্ড।

অবশ্য এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি সিরিয়ার বর্তমান সরকার আহমেদ আল-শারা ও তার প্রশাসন। সিরিয়ার মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ এখনও নিখোঁজ। মরদেহ এভাবে স্থানান্তর করায় শনাক্তকরণ প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে পড়েছে। তবে ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের নিখোঁজদের সনাক্তকরণ প্রক্রিয়া চালু হতে পারে বলে জানায় তারা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর