মাদাগাস্কারে চলমান সরকারবিরোধী তরুণদের বিক্ষোভের পর দেশটির প্রভাবশালী সেনা ইউনিট প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার, রাজধানী আন্তানানারিভোতে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সেনাবাহিনীর সিএপিএসএটি ইউনিটের প্রধান কর্নেল মিকায়েল রান্দ্রিয়ানিরিনা জানান, সামরিক বাহিনী সরকার চালাবে এবং দুই বছরের মধ্যে নির্বাচন দেবে।
তিনি নির্বাচন কমিশনসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করার ঘোষণাও দেন। কর্নেল বলেন, "এই পরিবর্তনের অংশ তরুণরাও হবে, যাদের আন্দোলনে সবকিছু শুরু হয়েছে।"
২০০৯ সালে রাজোয়েলিনাকে ক্ষমতায় আনার পেছনে ভূমিকা রাখা এই সেনা ইউনিট এবার তার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। পানির সংকট, বিদ্যুৎ বিভ্রাট, বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ একসময় বৃহত্তর সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়। জাতিসংঘ জানায়, এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
সাংবিধানিক আদালত কর্নেল রান্দ্রিয়ানিরিনাকে নতুন নেতা ঘোষণা করলেও প্রেসিডেন্টের দপ্তর বলছে, রাজোয়েলিনা এখনও ক্ষমতায় এবং এটি একটি ‘অভ্যুত্থান চেষ্টা’। তবে তার অবস্থান অজানা। কেউ কেউ ধারণা করছেন, তিনি ফ্রান্সে পালিয়েছেন।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আফ্রিকান ইউনিয়ন শান্তিপূর্ণ এবং সাংবিধানিক সমাধানের আহ্বান জানিয়েছে।
রাজোয়েলিনার জনপ্রিয়তা সাম্প্রতিক বছরগুলোতে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে ব্যাপকভাবে কমে যায়। শেষদিকে তার নিজের দলের আইনপ্রণেতারাও বিরোধিতা করেন, যার ফলে তিনি অভিশংসিত হন।
মন্তব্য করুন: