স্বর্ণের রেকর্ড দাম বড় ব্যবসায়ীদের মুখে হাসি ফোটালেও, ভাগ্য যেন সহায় হচ্ছে না ক্ষুদ্র ব্যবসায়ীদের। এরইমধ্যে মধ্যবিত্তেরও নাগালের বাইরে মূল্যবান এ সোনালী ধাতু। ক্রমশ ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজারে ক্রেতা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে ভারতীয় স্বর্ণকাররা।
স্বর্ণের দাম হুল ফোটাচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে স্বর্ণের ক্ষুদ্র কারিগরিদের উপার্জনে। সামর্থ্যের বাইরে চলে যাওয়ায় দোকানে পা পড়ছে না ক্রেতাদের, ব্যস্ততা কমেছে কারখানাগুলোতে।
চার হাজার ডলারের মাইলফলক স্পর্শের এক সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছেছে চার হাজার ২ শ’ ডলারের কাছাকাছি। ইতিহাসের রেকর্ড দামের ফলে বহু মধ্যবিত্ত ভারতীয় নাগালের বাইরে চলে গেছে মূল্যবান সোনালী ধাতু।
বছরের সাড়ে নয় মাসে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে ৫৬ শতাংশ; যে হার এক বছর আগে একই সময়ে ছিল ২৭ শতাংশ। ভারতে ২৪ ক্যারেটের প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম এক লাখ ২৮ হাজার রুপি ছাড়িয়ে গেছে। এ অবস্থায় স্বর্ণালঙ্কারের চাহিদা উল্লেখযোগ্য মাত্রায় কমে তো গেছেই, হুমকির মুখে কারিগরদের জীবিকা।
২০২৫ সালে বিশ্ববাজারে ডলার আর অপরিশোধিত তেলের দরপতন এবং বৈশ্বিক পুঁজি বাজার আর বিটকয়েনের অগ্রগতিকে ছাপিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে স্বর্ণ।
বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রে সুদের হার কমানো, মুদ্রাবাজারে অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোতে স্বর্ণ কেনার প্রবণতা বৃদ্ধি, স্বর্ণকেন্দ্রিক বিনিময় লেনদেন তহবিল বা ইটিএফের চাহিদা বৃদ্ধি ইত্যাদি কারণে লাগামহীন স্বর্ণের বাজার।
মন্তব্য করুন: