[email protected] শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
৩ কার্তিক ১৪৩২

পাক-আফগান যুদ্ধ থামাতে মধ্যস্থতার অঙ্গীকার ট্রাম্পের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ইসরাইল সফরের পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুদ্ধ থামানো ও শান্তি স্থাপন তার ‘বিশেষ দক্ষতা’।

ট্রাম্প দাবি করেন, “আমি এখন পর্যন্ত আটটি যুদ্ধ থামিয়েছি। পাকিস্তান-আফগানিস্তানের দ্বন্দ্ব নিয়েও দেশে ফিরে পদক্ষেপ নেব।” তিনি বলেন, “লাখ লাখ প্রাণ বাঁচিয়েছি, এটা আমার সম্মানের বিষয়।”

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত দুদেশের সীমান্তে তীব্র গোলাগুলিতে বহু সেনা নিহত হন। তালেবান দাবি করে, পাকিস্তান আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বোমা হামলা চালায়, যার জবাবে সংঘর্ষ শুরু হয়।

এদিকে ইসরাইলে ভাষণ শেষে ট্রাম্প মিসরের শারম আল শেখে গাজা যুদ্ধ থামাতে আলোচনায় অংশ নেন। নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি এটি পুরস্কারের জন্য নয়, প্রাণ বাঁচানোর জন্য করছি।”

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর