[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

মিশরে গাজা যুদ্ধবিরতি শীর্ষ সম্মেলনে কারা থাকছেন?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

ছবি : সংগৃহীত

গাজায় চলমান সংঘাত নিরসনে আজ সোমবার মিশরের শারম আল-শেখে বসছে আন্তর্জাতিক শান্তি সম্মেলন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আয়োজিত এ সম্মেলনে যোগ দিচ্ছেন ২০টির বেশি দেশের শীর্ষ নেতারা। সম্মেলনের সহ-সভাপতিত্ব করছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে ইসরাইল হামাস দুই পক্ষেরই কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইতিমধ্যে মিশরে পৌঁছেছেন।

বাহরাইন, তুরস্ক, জার্মানি, ভারত, পাকিস্তানসহ বহু দেশ জাতিসংঘ, আরব লীগ এবং ইউরোপীয় কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তবে ইরান এই সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সম্মেলনে যোগ দিলেও, হামাসের প্রতিনিধিরা আগেই শারম আল-শেখ ত্যাগ করেছেন।

সম্মেলনের মূল লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় সমর্থন আদায়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর