[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

গাজায় হামাসের সঙ্গে গোত্রের সংঘর্ষ, নিহত অন্তত ২৭

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

গাজার দক্ষিণে হামাসের নিরাপত্তা বাহিনী ও প্রভাবশালী দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার শুরু হওয়া এই সংঘর্ষে হামাসের ৮ ও দুগমুশ গোত্রের ১৯ সদস্য প্রাণ হারান।

ঘটনাটি ঘটে গাজার তেল আল-হাওয়ায়, জর্ডানিয়ান হাসপাতালের কাছে, যেখানে দুগমুশ যোদ্ধারা অবস্থান করছিলেন। তাদের ঘিরে ধরলে উভয় পক্ষ তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ে। গোলাগুলির ভয়ে বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।

এক বাসিন্দা বলেন, "এবার মানুষ ইসরায়েল নয়, নিজেদের লোকদের ভয়ে পালাচ্ছে।"
হামাস বলছে, তাদের দুজন সদস্যকে হত্যা করেছিল দুগমুশ যোদ্ধারা, তাই প্রতিক্রিয়ায় অভিযান চালানো হয়েছে। অপরদিকে, দুগমুশ দাবি করে, হামাস পরিবারগুলোকে জোর করে উচ্ছেদ করে সেখানে ঘাঁটি গড়তে চায়।
হামাস সতর্ক করেছে, প্রতিরোধ আন্দোলনের বাইরে সশস্ত্র তৎপরতা বরদাশত করা হবে না।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর