[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

দুবাইয়ের আকাশে চীনের তৈরি উড়ন্ত গাড়ি, মধ্যপ্রাচ্যে নতুন প্রযুক্তির যুগের সূচনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

দুবাইয়ের আকাশে সফলভাবে উড়ে ইতিহাস গড়েছে চীনা প্রতিষ্ঠান এক্সপেং এরোহট (XPENG AEROHT)-এর তৈরি আধুনিক উড়ন্ত গাড়ি “ল্যান্ড এয়ারক্রাফ্ট ক্যারিয়ার”। রোববার অনুষ্ঠিত এই ডেমো ফ্লাইট কম উচ্চতার বিমান প্রযুক্তির নতুন দিগন্ত খুলেছে।

উড়ন্ত গাড়িটিতে রয়েছে দুটি অংশ একটি স্থলযানমাদারশিপএবং একটি বিচ্ছিন্নযোগ্য উড়ন্ত মডিউল। এটি স্বয়ংক্রিয় ম্যানুয়াল দুইভাবেই চালানো যায়। এক টাচে উড্ডয়ন, অবতরণ এবং ম্যানুয়াল মোডে এক হাতে ছয়টি অপারেশন নিয়ন্ত্রণ সম্ভব।

ডেমোতে দেখা গেছে কীভাবে মডিউলটি গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে আকাশে উড়ে যায় এবং নিরাপদে ফিরে আসে। মধ্যপ্রাচ্যের বাজারে এটি ইতিমধ্যেই ৬০০ ইউনিট অর্ডার পেয়েছে, যা কোম্পানির বড় সাফল্য।

চীনের কনসাল কোম্পানির প্রতিষ্ঠাতা দুজনই এই উদ্ভাবনকে ভবিষ্যতের নগর পরিবহনের দিক পরিবর্তনের সম্ভাবনা হিসেবে দেখছেন। ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিকভাবে বাজারে আনার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর