[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

ইসরায়েল সফরে ট্রাম্প বলেছেন গাজায় 'যুদ্ধ শেষ'

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ৩:৫২ পিএম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধ শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্য এখন ‘স্বাভাবিক’ পথে যাচ্ছে। রোববার ওয়াশিংটন ডিসি থেকে ইসরাইলে যাওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে তৃতীয় দিনের মতো যুদ্ধবিরতি চলছে। সোমবার ইসরাইলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণের পাশাপাশি জিম্মি ও বন্দি বিনিময়ের আশা করা হচ্ছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘নতুন পথ শুরু হচ্ছে, যা ক্ষত সারাবে ও মানুষকে এক করবে।’ গাজার মানুষ এই শান্তির খবরে আশাবাদী হলেও, ধ্বংস আর ক্লান্তির কারণে তারা আবেগ প্রকাশে সংযত।

হামাস আজ জীবিত ২০ জিম্মিকে মুক্তি দেবে। ইসরাইলও পাল্টা কিছু ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও জিম্মিদের ছাড়ার প্রক্রিয়াও চলছে।

ট্রাম্প শারম আল-শেখে শান্তি সম্মেলনে যোগ দেবেন, যেখানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও অংশ নেবেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর