[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন জেলেনস্কি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫ ২০:১০ পিএম

ছবি : সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গাজায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে, রুশ হামলা থামাতেও তার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। ফোনালাপে জ্বালানি স্থাপনায় রুশ হামলা ঠেকানোর কৌশল নিয়ে আলোচনা হয়।

শনিবার রাশিয়ার তীব্র হামলায় নিহত হয়েছেন অন্তত ৫ জন, আহত প্রায় ১ হাজার। টার্গেট করা হয় ইউক্রেনের সেনা ঘাঁটি, অস্ত্র গুদাম ও জ্বালানি অবকাঠামো। জবাবে রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে পাল্টা হামলা চালায় ইউক্রেন।

এদিন দুই বাহিনীর মধ্যে ১০৮ বার সংঘর্ষ হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা ইউক্রেনের একশো ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে, ন্যাটোর আকাশসীমায় রুশ অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান রুশ সীমান্তে প্রায় ১২ ঘণ্টা টহল দেয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর