গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ পরিকল্পনা ঘোষণা করেন।
পরিকল্পনায় রয়েছে ইসরাইলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পরিচালনায় একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট কমিটি গঠন। ফিলিস্তিনি প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানায়, শান্তির জন্য ট্রাম্পের প্রচেষ্টাকে তারা আন্তরিকভাবে স্বাগত জানায় এবং তার নেতৃত্বে সমাধান সম্ভব বলে আস্থা রাখে।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির জন্য একটি বিস্তৃত চুক্তি প্রয়োজন। এর আওতায় গাজায় মানবিক সাহায্যের প্রবাহ নিশ্চিত করা, জিম্মি ও বন্দি বিনিময়, ইসরাইলি সেনাদের পূর্ণ প্রত্যাহার এবং ফিলিস্তিনি প্রতিষ্ঠান ও ভূমির একীকরণ থাকতে হবে। পাশাপাশি পূর্ব জেরুজালেমসহ গাজা ও পশ্চিম তীরে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে।
২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরাইলের অব্যাহত অভিযানে এ পর্যন্ত ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। লাগাতার বোমাবর্ষণ উপত্যকাটিকে প্রায় বসবাসের অযোগ্য করে তুলেছে।
মন্তব্য করুন: