[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, লেখা হলো ‘গান্ধী ও মোদি সন্ত্রাসী’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

লন্ডনের ট্যাভিস্টক স্কয়ারে অবস্থিত ঐতিহাসিক মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর করা হয়েছে। মূর্তিতে গান্ধী ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর গ্রাফিতি আঁকা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কাছে, যেখানে গান্ধী আইন অধ্যয়ন করেছিলেন। ভারত এ ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে।

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক অহিংসা দিবসের মাত্র কয়েক দিন আগে ভাঙচুরের ঘটনা ঘটলো। ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে এটিকে শুধু ভাঙচুর নয়, বরংঅহিংসার আদর্শের ওপর সহিংস আক্রমণবলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে দল পাঠিয়ে মূর্তিটিকে আগের মর্যাদায় ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়েছে।

শিল্পী ফ্রেডা ব্রিলিয়ান্ট নির্মিত ব্রোঞ্জের এই মূর্তিটি ১৯৬৮ সালে ইন্ডিয়া লিগের উদ্যোগে উন্মোচিত হয়। এতে লেখা আছে “Mahatma Gandhi, 1869–1948দীর্ঘদিন ধরে এটি গান্ধীর ছাত্রজীবনের প্রতীক হিসেবে ট্যাভিস্টক স্কয়ারে দাঁড়িয়ে আছে।

এর আগে, প্রোখালিস্তানি বিক্ষোভকারীরা ব্রিটেনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সফরের সময় লন্ডনে ব্যাপক বিক্ষোভ করেছিল। সেসময়ও ভারত সরকার উসকানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছিল।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর