যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলার নিষ্পত্তিতে ইউটিউব ২৪.৫ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে। ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করা হয়, যা নিয়ে তিনি মামলা করেছিলেন।
আদালতের নথি অনুযায়ী, ইউটিউব ট্রাম্পের পক্ষ থেকে ২২ মিলিয়ন ডলার ন্যাশনাল মল ট্রাস্ট-এ দান করবে, যা হোয়াইট হাউসে একটি বলরুম নির্মাণ প্রকল্পে ব্যয় হবে। বাকি ২.৫ মিলিয়ন ডলার যাবে অন্যান্য বাদীদের মধ্যে, যার মধ্যে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন ও লেখিকা নাওমি উলফও আছেন।
ইউটিউব কোনো অপরাধ স্বীকার করেনি; প্রতিষ্ঠানটি বলেছে, এই সমঝোতা কেবল বিতর্কিত দাবি সমাধান ও বিচারব্যয়ের ঝুঁকি এড়ানোর জন্য। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ইউটিউবের বিজ্ঞাপন আয় প্রায় ৯.৮ বিলিয়ন ডলার হওয়ায় এই অর্থ প্রদান তাদের জন্য তুলনামূলকভাবে সামান্য।
এর আগে মেটা, এক্স, এবিসি নিউজ ও প্যারামাউন্টও ট্রাম্পের মামলার সমাধানে বড় অঙ্কের অর্থ প্রদান করেছে। বিশ্লেষকরা বলছেন, ইউটিউবের এই পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট মডারেশনের ধারাবাহিকতার প্রশ্ন তুলেছে।
মন্তব্য করুন: