[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

অভিনয় থেকে রাজনীতির মঞ্চে; থালাপতি বিজয়ের সফলতার সম্ভাবনা কতটুকু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণী রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রবেশ নতুন নয়। এবার আলোচনায় তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। মাত্র ১০ বছর বয়সে চলচ্চিত্রে যাত্রা শুরু করে কয়েক দশকে তিনি দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতায় পরিণত হন।

ভক্তদের কাছেইলায়া থালাপতিখ্যাত বিজয় ২০২৪ সালে রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) গঠন করেন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা দেন।

অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে আসার সিদ্ধান্তে তার ভক্তরা অবাক হলেও, তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়ে তরুণদের কাছে দ্রুত প্রভাব বিস্তার করছেন। গেলো শনিবার মাদুরাইয়ে তার সমাবেশে ১০ হাজারের বেশি মানুষের ভিড়ে পদদলিত হয়ে শতাধিক হতাহতের ঘটনা সমালোচনা ডেকে আনে।

দক্ষিণ ভারতে এমজি রামচন্দ্রন জয়ললিতার মতো তারকারা রাজনৈতিক সাফল্য পেলেও, রজনীকান্ত বা কমল হাসানের মতো ব্যর্থতার উদাহরণও আছে। বিশেষজ্ঞরা বলছেন, জনপ্রিয়তা রাজনীতিতে প্রথম ধাক্কা সামলাতে সাহায্য করলেও, তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতার অভাবে অনেক তারকাই ব্যর্থ হন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর