ইনকা সাম্রাজ্যের দেশ পেরু জেনারেশন জেড তরুণদের বিক্ষোভে উত্তাল। রাষ্ট্রপতি দিনা বলুয়ার্তে ও কংগ্রেসবিরোধী আন্দোলনে রাজধানী লিমাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। কয়েক দিন ধরে চলা বিক্ষোভে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন।
মানবাধিকার কর্মীরা পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগকে দায়ী করলেও, পুলিশ বলছে তরুণরা পাথর, পেট্রোল বোমা ও আতশবাজি নিক্ষেপ করেছে। জবাবে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করা হয়।
শনিবার সহিংসতার পরও রোববার শত শত পরিবহন শ্রমিক ও জেন-জিরা দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করে। এতে আরও উত্তেজনা ছড়ায়। এক পুলিশ কর্মকর্তার গুরুতর দগ্ধ হওয়ার ঘটনা পরিস্থিতিকে জটিল করে তোলে।
মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে পুলিশ সম্মান করছে না। তরুণরা অভিযোগ করছে, সরকার চাকরি দিতে ব্যর্থ হলেও নতুন আইন চাপিয়ে তাদের ব্যক্তিগত পেনশন তহবিলে অবদান রাখার বাধ্যবাধকতা করেছে। আগামী বছরের জুলাইয়ে মেয়াদ শেষ হওয়ার আগে বলুয়ার্তের জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাচ্ছে, আর বিক্ষোভ ক্রমেই তার পতনের চাপ বাড়াচ্ছে।
মন্তব্য করুন: