কাতারের দোহায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে চায় ইসরায়েল। কান পাবলিক ব্রডকাস্টার জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে ক্ষমা চাওয়ার পর এ তথ্য প্রকাশ্যে আসে। তবে ক্ষতিপূরণের প্রস্তাব কখন দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।
৯ সেপ্টেম্বর হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলায় পাঁচজন নিম্নপর্যায়ের হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তাকর্মী নিহত হন। হামাসের শীর্ষ নেতারা অক্ষত থাকলেও ঘটনাটি আরব দেশগুলোকে ক্ষুব্ধ করে তোলে। এর জেরে মুসলিম দেশগুলো ন্যাটোর আদলে বাহিনী গঠনের প্রস্তাব তুললেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ইস্যু সমাধানের প্রতিশ্রুতি দিলে প্রক্রিয়া স্তিমিত হয়।
কাতারের প্রতি নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনার ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা বিস্মিত হয়েছেন; দাবি করা হচ্ছে, তাদের আগেই জানানো হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষতিপূরণ প্রদানের নজির এর আগেও রয়েছে। ২০১৬ সালে তুরস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে তেলআবিব ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছিল।
মন্তব্য করুন: