গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে ২০ দফার ‘শান্তি পরিকল্পনা’ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের হোয়াইট হাউসে সোমবার তিনি এ প্রস্তাব প্রকাশ করেন। এ সময় পাশে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন।
প্রস্তাব অনুযায়ী, গাজা পরিচালনায় গঠন হবে একটি অন্তর্বর্তী প্রশাসন ও অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি। তবে কারা এতে যুক্ত হবে কিংবা সিদ্ধান্ত গ্রহণ কীভাবে হবে, তা স্পষ্ট করা হয়নি। তদারকিতে থাকবে ‘শান্তি বোর্ড’, যার নেতৃত্ব দেবেন ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
পরিকল্পনায় আরও বলা হয়েছে, গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে গঠন হবে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী। তবে বাহিনী কারা গঠন করবে বা এর ক্ষমতা কতটা হবে—তা এখনো অনির্দিষ্ট। ইসরায়েলি সেনা প্রত্যাহারের ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি।
এ প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে ট্রাম্পের এ পরিকল্পনা নিয়ে বহু প্রশ্ন ও অস্পষ্টতা রয়ে গেছে।
মন্তব্য করুন: