মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিবসহ ১৮ জন কংগ্রেস সদস্য গাজাগামী মানবিক সহায়তা বহনকারী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উদ্দেশ্য করে এক যৌথ চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, নৌবহর ইতোমধ্যেই অন্তত তিনবার হামলার শিকার হয়েছে। তাই এটি ও এর সঙ্গে থাকা বেসামরিক কর্মীদের ওপর যেকোনো হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হবে। আইনপ্রণেতারা আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের দায়িত্ব তার নাগরিকদের বিদেশি হামলা থেকে সুরক্ষা দেওয়া।
ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম মার্কিন কংগ্রেসওম্যান তালিব সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নৌবহরটি গাজায় দুর্ভিক্ষের মুখে পড়া ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বহন করছে। তিনি এটিকে ‘সম্পূর্ণভাবে সুরক্ষিত’ রাখার গুরুত্ব তুলে ধরেন।
মন্তব্য করুন: