গাজায় যুদ্ধবিরতি আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি এই সমর্থনের কথা জানান।
নেতানিয়াহু বলেন, গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনাকে তিনি সমর্থন করছেন। তবে হামাস যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বা পরে পিছিয়ে যায়, তাহলে ইসরায়েল এককভাবেই ব্যবস্থা নেবে। তার ভাষায়, “সহজ বা কঠিন যেভাবেই হোক এটি করবো, তবে প্রথমে সহজ পথকে অগ্রাধিকার দেবো।”
হোয়াইট হাউস জানায়, প্রস্তাবে ইসরায়েলসহ একাধিক দেশ সম্মতি জানিয়েছে। তবে ফিলিস্তিনি সংগঠন হামাস এখনো এতে রাজি হয়নি। ট্রাম্প স্পষ্ট করেছেন, হামাস অস্বীকার করলে ইসরায়েলের যেকোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে।
মন্তব্য করুন: