[email protected] মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
১৫ আশ্বিন ১৪৩২

দোহায় হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ছবি : সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

চলতি মাসের শুরুতে দোহায় অবস্থানরত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিদলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে একজন কাতারি নাগরিক নিহত হন, যা দেশটির ভেতরে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে।

ফোনালাপে নেতানিয়াহু আশ্বাস দেন, ভবিষ্যতে ইসরায়েলি বাহিনী আর কাতারের ভেতরে কোনো হামলা চালাবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এক বিরল কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, দোহা ঘটনাটি আঞ্চলিক কূটনীতিতে নতুন প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর