পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে চলমান বিক্ষোভের মুখে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি অ্যান্ড্রি রাজোএলিনা। দীর্ঘদিনের বিদ্যুৎ ও পানি সংকটের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়, যা রাজধানী আন্তানানারিভো ছাড়িয়ে আটটি শহরে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের স্লোগান ছিল “আমরা বাঁচতে চাই, কেবল জীবিত থাকতে চাই না।”
জাতিসংঘ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। তবে সরকার এ দাবি অস্বীকার করে বলছে, এসব তথ্য ভ্রান্ত। সহিংসতা বাড়ায় রাজধানীতে কারফিউ জারি করা হয় এবং রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়।
রাষ্ট্রপতি জানান, প্রধানমন্ত্রীর ও সরকারের দায়িত্ব শেষ করা হয়েছে এবং তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। বর্তমান মন্ত্রীরা অস্থায়ীভাবে দায়িত্ব পালন করবেন। তরুণদের সঙ্গে আলোচনার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এটি ২০২৩ সালের পুনর্নির্বাচনের পর রাজোএলিনার জন্য সবচেয়ে বড় রাজনৈতিক সংকট।
মন্তব্য করুন: