যুক্তরাষ্ট্রের শিকাগোয় ন্যাশনাল গার্ডের সেনাদের ঘিরে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘অপরাধ দমন’ অভিযানের অংশ হিসেবে সেনারা টহল দিচ্ছিলেন। এ সময় প্রতিবাদকারীরা শহর থেকে সেনা সরিয়ে নেওয়ার দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিবাসন বিষয়ক সংস্থা আইস-এর বিরুদ্ধেও স্লোগান দেন এবং আইস এজেন্টদের চলে যাওয়ার আহ্বান জানান। তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপ মূলত অবৈধ অভিবাসীদের লক্ষ্য করলেও অনেক নিরপরাধ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।
ট্রাম্প সরকার সব অবৈধ অভিবাসীকে বিতাড়নের উদ্যোগ নিয়েছে এবং এটিকে অপরাধ দমন অভিযান হিসেবে আখ্যা দিয়েছে। এখন পর্যন্ত দেশজুড়ে দেড় হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের কোনো অপরাধমূলক রেকর্ড নেই বলে অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তুলেছে। সমালোচকরা বলছেন, এ ধরনের অভিযান সামাজিক অস্থিরতা তৈরি করছে এবং অভিবাসী সম্প্রদায়ের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
মন্তব্য করুন: