যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ২০২৫ সালের নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পোস্টে তিনি প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।
এরিক অ্যাডামস নির্বাচনী তহবিল সংগ্রহে সমস্যায় পড়ছিলেন এবং বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট জোহারান মামদানি ও প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমোর তুলনায় অনেকটাই পিছিয়ে ছিলেন। প্রত্যাহারের ফলে এবার প্রতিদ্বন্দ্বিতা সীমিত হয়ে দাঁড়িয়েছে জোহারান মামদানি, অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান কার্টিস স্লিওয়ার মধ্যে।
২০২২ সালে দ্বিতীয় কৃষাঙ্গ হিসেবে মেয়র নির্বাচিত হন অ্যাডামস। এইবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে ছিলেন। নির্বাচনে সরে দাঁড়ানোর পর আগামী ১ জানুয়ারি পর্যন্ত তিনি নিউইয়র্ক সিটির মেয়র পদে দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন: