[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চলে বন্দুক হামলা, নিহত ১০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের মিশিগান, নর্থ ক্যারোলিনা ও টেক্সাসে তিনটি বন্দুক হামলায় সন্দেহভাজনসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্কের একটি গির্জায় বন্দুক হামলা ও আগুন লাগিয়ে দেওয়া ঘটনাতেই ৫ জন নিহত হয়েছেন।

হামলাকারী টমাস জ্যাকব স্যানফোর্ড, ২০০৪-২০০৮ সালে নৌবাহিনীতে কর্মরত ছিলেন এবং অপারেশন ইরাকি ফ্রিডমে যুক্ত ছিলেন।

নর্থ ক্যারোলিনার একটি বার ও টেক্সাসের ঈগল পাসের ক্যাসিনোতেও হামলা চালানো হয়। নর্থ ক্যারোলিনায় ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। এফবিআই মিশিগানের ঘটনায় তদন্ত করছে। স্থানীয় প্রশাসন ও মার্কিন প্রেসিডেন্ট হামলার ভয়াবহতা উল্লেখ করে সতর্কতা জারি করেছেন।

এই তিন হামলা সাবেক নৌসেনাদের দ্বারা সংঘটিত হওয়ায় নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়েছে। জনমনে আতঙ্কের পাশাপাশি স্থানীয় সম্প্রদায় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর