[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণকে উস্কানিমূলক বলে নিন্দা মধ্যপ্রাচ্যের রাজনৈতিকদের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

গাজা উপত্যকায় নিরাপদ স্থান নেই বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা। ইসরাইলি সেনারা বিমান, বোমা ও আর্টিলারি কামান দিয়ে আবাসিক এলাকাসহ গাজার ভেতরে বড় আকারের স্থল অভিযান চালাচ্ছে।

এতে উপত্যকাটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের সমর্থনে হাজারো মানুষ বিক্ষোভে নেমেছে। যুক্তরাজ্যে সম্মেলনের বাইরে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে পুলিশ। জার্মানির বার্লিনে প্রায় ৬০ হাজার মানুষ ইসরাইলের অস্ত্র রপ্তানি বন্ধ ও গণহত্যার অভিযোগে দেশটিকে বয়কটের ডাক দিয়েছে।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর বক্তব্যকে উস্কানিমূলক উল্লেখ করে মধ্যপ্রাচ্যের শিক্ষাবিদ ও রাজনীতিকরা তীব্র নিন্দা জানান। নেতানিয়াহু ভাষণে হামাস ও ইরানকে বৈশ্বিক অশান্তির উৎস দাবি করেছিলেন। একই সময়ে ইসরাইলের ভেতরেও শত শত মানুষ জিম্মি মুক্তির দাবিতে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর