[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

বাগরাম বিমানঘাঁটিতে কী আছে, কেন ফেরত চান ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফেরত চাওয়ার কথা জানিয়েছেন। কাবুলের কাছে অবস্থিত এ ঘাঁটিটি দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র ছিল।

২০০১ সালে আফগান যুদ্ধের পর মার্কিন সেনারা ঘাঁটির নিয়ন্ত্রণ নেয় এবং সেখানে বিশাল অবকাঠামো গড়ে তোলে। ট্রাম্পের দাবি, বাগরাম শুধু আফগানিস্তান নয়, চীনকেও নজরদারিতে রাখার কৌশলগত ঘাঁটি, যা চীনের পারমাণবিক অস্ত্র কারখানার কাছেই অবস্থিত।

তবে বিশেষজ্ঞদের মতে, ঘাঁটি ফেরত পাওয়া সহজ নয়। পুনর্দখলে কমপক্ষে ১০ হাজার সেনা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। তালেবানও প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, জানিয়েছে বিদেশি সেনা ঘাঁটি রাখার কোনো সুযোগ নেই। চীন বিষয়টিকে আঞ্চলিক স্থিতিশীলতায় হুমকি বলছে। বিশ্লেষকদের মতে, বাগরামকে ঘিরে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ইরানের মধ্যে নতুন ভূরাজনৈতিক টানাপোড়েন তৈরি হতে পারে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর