ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দেশটির শতাধিক নাগরিককে নিয়োগের চেষ্টা করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। শনিবার পুলিশের তথ্যে জানা যায়, ফোন কলে ইরানি গোয়েন্দারা নিজেদের এজেন্ট খোঁজার কথা বলেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট একটি কল রেকর্ডিং প্রকাশ করেছে, যেখানে রোবোটিক ভয়েসে বলা হয়, “ইরানি গোয়েন্দা যোগ্য এজেন্ট খুঁজছে” এবং প্রতিযোগিতামূলক বেতন ও নিরাপত্তা সুবিধার প্রলোভন দেয়া হয়।
পুলিশ জানায়, এসব কলের উদ্দেশ্য মূলত যুদ্ধকালীন সময়ে আতঙ্ক সৃষ্টি করা। গত বছরও ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল, নজিরবিহীন সংখ্যক নাগরিক ইরানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছে।
পুলিশ মুখপাত্র ডিন এলসডুন বলেন, হামাসের ৭ অক্টোবরের হামলার পর থেকে ইরানের সঙ্গে সম্পর্কিত অন্তত ২৫টি গুপ্তচরবৃত্তির মামলা তদন্ত হয়েছে এবং ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবারের ঘটনার পর ইসরায়েল পুলিশ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক যোগাযোগের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।
মন্তব্য করুন: