যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে অংশ নিয়ে পেত্রো সেনাদের ট্রাম্পের আদেশ অমান্য করার আহ্বান জানান, যা ‘উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন’ কাজ। এর জেরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিক্ষোভে পেত্রো স্প্যানিশ ভাষায় বক্তৃতা দিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে বড় সেনাবাহিনী গঠনের আহ্বান জানান। পরে তিনি সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন। একই সপ্তাহে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ট্রাম্প প্রশাসনের ক্যারিবীয় সাগরে মাদকবিরোধী বিমান হামলাকে স্বৈরতান্ত্রিক আখ্যা দেন।
ওয়াশিংটনের দাবি, ভেনেজুয়েলার উপকূলে পরিচালিত ওই হামলা ছিল মাদকবিরোধী অভিযান। তবে পেত্রো দাবি করেন, এতে কিছু কলম্বিয়ান নিহত হয়েছে। কলম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা বাতিল হওয়া উচিত ছিল নেতানিয়াহুর, পেত্রোর নয়।
প্রসঙ্গত, পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট, যার আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ৮০ কর্মকর্তার ভিসাও বাতিল করেছে।
মন্তব্য করুন: