[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

ইসরাইলি বসতিতে কার্যক্রম চালানো ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ করল জাতিসংঘ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

জাতিসংঘ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কার্যক্রম চালানো ১১টি দেশের ১৫৮টি কোম্পানির হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশিত এ ডেটাবেসে এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স এবং ট্রিপ অ্যাডভাইজরের মতো বড় প্রতিষ্ঠান রয়েছে।

তবে আলস্টম ও ওপোডোসহ কয়েকটি কোম্পানি তালিকা থেকে বাদ পড়েছে। অধিকাংশ প্রতিষ্ঠান ইসরাইলভিত্তিক হলেও কানাডা, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের নামও আছে।

২০২০ সালে প্রথম তালিকা প্রকাশের পর থেকেই বিষয়টি বিতর্কিত। ইসরাইল ও যুক্তরাষ্ট্র এ উদ্যোগের তীব্র সমালোচনা করে। তৎকালীন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী একে “জাতিসংঘের লজ্জাজনক আত্মসমর্পণ” বলে মন্তব্য করেছিলেন। জাতিসংঘ জানিয়েছে, এই তালিকা বিচারিক প্রক্রিয়া নয়, বরং বসতিতে নির্মাণ, নজরদারি, উচ্ছেদ ও কৃষিজমি ধ্বংসসহ ১০ ধরনের কর্মকাণ্ডে জড়িত প্রতিষ্ঠান চিহ্নিত করার উদ্যোগ।

২০২৩ সালে ১১২টি প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যালোচনা করে ১৫টি বাদ দেওয়া হয়, বাকি থাকে ৯৭টি। এবারের তালিকায় ৬৮টি নতুন প্রতিষ্ঠান যোগ হয়েছে, আর ৭টি বাদ পড়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর