ভারত তাদের ইতিহাসের সবচেয়ে উন্নত ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-প্রাইম’ প্রকাশ্যে আনেছে। ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি সম্প্রতি সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে তিনি জানান, এটি একটি পরবর্তী প্রজন্মের ক্যানিস্টারাইজড ক্ষেপণাস্ত্র, যা রেলভিত্তিক মোবাইল লঞ্চার ব্যবহার করে চলন্ত ট্রেন থেকেও উৎক্ষেপণ সম্ভব। এমন প্রযুক্তি কেবল বিশ্বের হাতে
রাজনাথ সিং এক্সে বলেন, "প্রধানমন্ত্রী মোদির আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গির অংশ হিসেবেই এ অস্ত্র তৈরি।" তিনি ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিও, স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড ও প্রতিরক্ষা বাহিনীকে অভিনন্দন জানান।
এই ক্ষেপণাস্ত্র ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় একটি বড় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
গোনা কয়েকটি দেশেরই রয়েছে।
মন্তব্য করুন: