[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১০ আশ্বিন ১৪৩২

আরব-ইসলামিক নেতারা একযোগে ট্রাম্পকে যে বার্তা দিলেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইসলামিক ও আরব বিশ্বের শীর্ষ নেতারা। তারা গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ইসরায়েলি বন্দিদের মুক্তির আহ্বান জানান। নেতারা বলেন, এটি ন্যায্য ও টেকসই শান্তির পথে প্রথম পদক্ষেপ।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, গাজার মানবিক সংকট পুরো ইসলামিক বিশ্বের জন্য হুমকি হয়ে উঠেছে। যুদ্ধে বাস্তুচ্যুতদের ফিরিয়ে আনার নিশ্চয়তা এবং গাজায় জোরপূর্বক উচ্ছেদ প্রতিরোধে নেতারা একমত হন।

উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তুরস্ক, কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিসর, সৌদি আরব আমিরাতের শীর্ষ নেতা মন্ত্রীরা। তারা জেরুজালেমের পবিত্র স্থান সুরক্ষায় এবং পশ্চিম তীরে স্থিতিশীলতা বজায় রাখতে একমত হন।

গাজার পুনর্গঠনে ওআইসি এবং আরব দেশগুলোর উদ্যোগে একটি নিরাপত্তাবান্ধব আন্তর্জাতিক পরিকল্পনার আহ্বান জানানো হয়। আগামী ২৯ সেপ্টেম্বর ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকের আগেই ইসরায়েল গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর