ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে জাতিসংঘে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র চায় না, তৈরি করছে না, ভবিষ্যতেও করবে না। এটি আমাদের ধর্মীয় বিশ্বাস ও সর্বোচ্চ নেতার নির্দেশ।”
এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তার একদিন পর এলো। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছে। তাদের দাবি, ইরান চাইলে দ্রুত অস্ত্র তৈরিতে সক্ষম।
তেহরান বলছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। আয়াতুল্লাহ খামেনির দেওয়া ধর্মীয় ফরমানেও পারমাণবিক বোমা হারাম ঘোষিত। তবে এই সন্দেহের কারণে জাতিসংঘে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব পাস হয়েছে।
এ পরিস্থিতিতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বৈঠক করেছে তেহরান। ইরানকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে আইএইএ-কে পূর্ণ প্রবেশাধিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংলাপ। তবে খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
মন্তব্য করুন: