[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১০ আশ্বিন ১৪৩২

এবার ভেনেজুয়েলায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বুধবার এই কম্পনে রাজধানী কারাকাসসহ বিভিন্ন রাজ্যের মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূকম্পনের কেন্দ্র ছিল জুলিয়া রাজ্যের মেনে গ্রান্দে শহর থেকে ২৪ কিলোমিটার দূরে, ভূগর্ভে গভীরতা প্রায় ১০ কিলোমিটার।

প্রতিবেশী দেশ কলম্বিয়ার সীমান্তবর্তী এলাকাতেও কম্পন অনুভূত হয়। এখনো পর্যন্ত কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী ফ্রেডি ন্যানেজ জানিয়েছেন, একই দিনে দুটি পৃথক ভূমিকম্প হয়েছে। বারিনাস রাজ্যে ৩.৯ মাত্রার একটি এবং জুলিয়ায় আরও একটি ৫.৪ মাত্রার কম্পন রেকর্ড হয়েছে।

ভূমিকম্পপ্রবণ দেশ ভেনেজুয়েলার প্রায় ৮০% মানুষ সক্রিয় ভূকম্পন এলাকায় বাস করেন। ২০১৮ সালে ৭.২ মাত্রার এক ভূমিকম্পে দেশটিতে ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর