[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১০ আশ্বিন ১৪৩২

চতুর্থ স্পেসওয়াকের প্রস্তুতি নিচ্ছেন চীনের শেনচৌ-২০ মহাকাশচারীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

চীনের মানব মহাকাশ সংস্থা (সিএমএসএ) জানিয়েছে, শেনচৌ-২০ মিশনের তিন নভোচারী খুব শিগগিরই চতুর্থ দফায় স্পেসওয়াক বা এক্সট্রা ভেহিকুলার অ্যাক্টিভিটি (ইভিএ) পরিচালনা করবেন। এর মাধ্যমে তারা শেনচৌ-১৫ ক্রুর রেকর্ডের সমান হবেন, যারা কক্ষপথে চারটি স্পেসওয়াক করেছিলেন।

শেনচৌ-২০ দলের সদস্য ছেন তোং, ছেন চোংরুই এবং ওয়াং চিয়ে এর আগে মে, জুন ও আগস্টে তিনটি সফল স্পেসওয়াক সম্পন্ন করেছেন। মহাকাশে অবস্থানকালে তারা জীববিজ্ঞান, মানবদেহ সংক্রান্ত গবেষণা, মাইক্রোগ্রাভিটি পদার্থবিদ্যা ও মহাকাশ প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। এছাড়া চিকিৎসা উদ্ধার প্রশিক্ষণ, জরুরি মহড়া, যন্ত্র রক্ষণাবেক্ষণ, ভান্ডার ব্যবস্থাপনা ও পরিবেশ পর্যবেক্ষণের মতো দায়িত্বও পালন করছেন।

সিএমএসএ জানিয়েছে, বর্তমানে থিয়ানকং স্পেস স্টেশন স্থিতিশীল রয়েছে এবং নভোচারীদের শারীরিক ও মানসিক অবস্থা সন্তোষজনক। তারা পরবর্তী স্পেসওয়াকের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর