[email protected] মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
৮ আশ্বিন ১৪৩২

যুদ্ধবিমানবাহী রণতরীতে সর্বাধুনিক প্রযুক্তির সফল পরীক্ষা, যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের অবসান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

ছবি : সংগৃহীত

চীন তাদের নতুন ও আধুনিক উড়োজাহাজবাহী রণতরী ‘ফুজিয়ান’ থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট সিস্টেম ব্যবহার করে পঞ্চম প্রজন্মের জে-৩৫ স্টেলথ ফাইটার, ৪.৫ প্রজন্মের জে-১৫ ফাইটার ও কেজে-৬০০ আর্লি ওয়ার্নিং প্লেন সফলভাবে উড্ডয়ন করেছে।

এটি চীনের নৌবাহিনীর জন্য একটি বড় প্রযুক্তিগত অগ্রগতি, কারণ আগে এই প্রযুক্তি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ছিল। এই সাফল্যের ফলে ফুজিয়ান রণতরী শিগগিরই পিপলস লিবারেশন আর্মি নেভিতে যুক্ত হতে পারে। ইএমএএলস প্রযুক্তির কারণে যুদ্ধবিমানগুলো ভারী অস্ত্র জ্বালানি বহন করে দীর্ঘ দূরত্বে আক্রমণ চালাতে পারবে। যদিও যুক্তরাষ্ট্রের রণতরী পারমাণবিক চালিত, ফুজিয়ান প্রচলিত জ্বালানিতে চলে, তাই নিয়মিত জ্বালানি সরবরাহের প্রয়োজন হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রতিনিধি দল বেইজিং সফরে এসে চীন-যুক্তরাষ্ট্র সামরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর