আফগানিস্তানের কাবুল থেকে ভারতের দিল্লি পর্যন্ত বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে পাড়ি দিল এক ১৩ বছর বয়সী কিশোর। রোববার সকালে কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ কাবুল থেকে দিল্লিতে অবতরণের পর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা কিশোরটিকে দেখতে পান।
জানা যায়, ছেলেটি আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। সে কাবুল বিমানবন্দরে নিরাপত্তা ফাঁকি দিয়ে ঢুকে পড়ে এবং বিমানের পেছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে লুকায়। অবতরণের পর বিমান সংস্থার কর্মীরা তাকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয়।
জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, সে শুধুই ‘কৌতূহল’ থেকে এমন কাজ করেছে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে একই ফ্লাইটে তাকে কাবুলে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিমান চলাচলের ইতিহাসে এটি অত্যন্ত বিপজ্জনক কাজ হিসেবে বিবেচিত, কারণ ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দীর্ঘ যাত্রা প্রাণঘাতী হতে পারে।
মন্তব্য করুন: