[email protected] মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
৮ আশ্বিন ১৪৩২

ইরানি কূটনীতিকদের হোলসেল স্টোরে কেনাকাটা বন্ধ করছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, ইরানি কূটনীতিকরা এখন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন কস্টকো বা অন্যান্য হোলসেল ক্লাবে কেনাকাটা করতে পারবেন না।

এছাড়া এক হাজার ডলারের বেশি দামের বিলাসবহুল পণ্য এবং ৬০ হাজার ডলারের বেশি মূল্যের গাড়ি কিনতে হলে তাদের পূর্ব অনুমতি নিতে হবে।

এই নির্দেশনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে অবস্থানরত ইরানি কর্মকর্তাদের ওপরও প্রযোজ্য। তাদের চলাচল কেবল জাতিসংঘ সদর দফতরের নির্দিষ্ট সীমা পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে। অফিসিয়াল কার্যক্রম ছাড়া তারা বাইরে যেতে পারবেন না।

ফেডারেল রেজিস্টারে প্রকাশের জন্য তৈরি এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘড়ি, সিল্ক চামড়ার পোশাক, গহনা, ফার, পারফিউম, ইলেকট্রনিক্স অ্যালকোহল জাতীয় পণ্য কিনতে গেলেও অনুমতি লাগবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর