[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

ফিলিপিন্স, পেরু ও নেদারল্যান্ডসে জেন-জি বিক্ষোভে উত্তাল রাজপথ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

দুর্নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ এশিয়ার দেশ ফিলিপিন্স। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে হাজারো মানুষ রাজধানী ম্যানিলায় রোববার রাজপথে নামে। প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রের ঘনিষ্ঠজন হাউজ স্পিকার মার্টিন রোমাল্ডেজ পদত্যাগ করেছেন।

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে ৫০ হাজারের বেশি পুলিশ।

চলতি মাসের শুরুতে এক নির্মাণ সংস্থা প্রায় ৩০ জন এমপি ও কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলে। সরকার বলছে, এতে ২ বিলিয়ন ডলার ক্ষতি হলেও গ্রিনপিস দাবি করছে, প্রকৃত ক্ষতি ১৮ বিলিয়ন ডলার।

এদিকে পেনশন সংস্কার ও অপরাধ বৃদ্ধির প্রতিবাদে পেরুতে শিক্ষার্থীদের ‘জেনারেশন জি মার্চ’ ঘিরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

অন্যদিকে, নেদারল্যান্ডসের হেগ শহরে অভিবাসনবিরোধী আন্দোলনে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সংঘর্ষে আহত ও আটক হয়েছেন অনেকে। সহিংসতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ডিক স্কুফ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর