ইসরায়েলের দখলে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। রোববার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক বিবৃতিতে এই ঘোষণা দেবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জুলাই মাসেই স্টারমার বলেছিলেন, যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে না আসে, তবে সেপ্টেম্বরে যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করবে। এবার সেই ঘোষণা বাস্তবায়নের পথে যাচ্ছে দেশটি।
এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। আগে ব্রিটিশ সরকার বলত, স্বীকৃতি আসবে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সঠিক সময়ে।
তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল, জিম্মিদের পরিবার ও ব্রিটিশ কনজারভেটিভ নেতারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, এটি “সন্ত্রাসকে পুরস্কৃত করা”।
তবে ব্রিটিশ মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির আশা টিকিয়ে রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, যা তাদের নৈতিক দায়িত্ব।
মন্তব্য করুন: