[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলে মধ্যস্থতায় ফিরবে না কাতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

গাজা ইস্যুতে শান্তি আলোচনা পুনরায় শুরুর আগে ইসরায়েলের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা দাবি করেছে কাতার। দশ দিন আগে দোহায় চালানো এক বিমান হামলায় হামাসের পাঁচ সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দোহায় এক বৈঠকে বিষয়টি তোলেন। এরপর রুবিও বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের মন্ত্রী রন ডারমারের সঙ্গে আলোচনা করেন।

কাতার যানায় তারা এমন একধরনের দুঃখপ্রকাশ মেনে নিতে পারে, যেখানে কেবল নিহত কাতারি কর্মকর্তার জন্য ক্ষমা, ক্ষতিপূরণ ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করে, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তিতে কাতারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই যুক্তরাষ্ট্র দোহা-তেল আবিব উত্তেজনা হ্রাসে তৎপর।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর