[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

আফগানিস্তানকে ‘খারাপ পরিণতি’ ভোগ করার হুঁশিয়ারি ট্রাম্পের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাগরাম বিমানঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দিলে “খারাপ কিছু ঘটতে পারে”।

বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৩টায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বাগরাম এয়ারবেস যারা তৈরি করেছে, আফগানিস্তান যদি সেই দেশের হাতে এটি না ফিরিয়ে দেয়, তাহলে খারাপ কিছু ঘটবে।”

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প জানান, এটা নিয়ে এখন আমরা কথা বলব না। এখন আমরা আফগানিস্তানের সঙ্গে কথা বলছি। আমরা ওই বিমান ঘাঁটি ফেরত চাই। খুব শিগগিরই ফেরত চাই। যদি ওরা সেটা না করে, তবে আমি কী করব সেটা আপনারা সকলে দেখতে পাবেন।’

২০০১ সালের 9/11 হামলার পর বাগরাম ঘাঁটি ছিল আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান এটি দখলে নেয়। এবার সেই ঘাঁটি পুনরুদ্ধারের ইঙ্গিত দিলেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর