[email protected] শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২

গাজায় যুদ্ধ বন্ধে বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই আরো ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৯ পিএম

ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধ বন্ধের জন্য বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র-গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাংকও থাকছে। এতে রয়েছে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে হেলিকপ্টার, ৩২৫০টি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক এবং গোলাবারুদসহ যন্ত্রাংশ। ধারণা করা হচ্ছে, এই অস্ত্র সরবরাহ গাজা দখলে ব্যবহৃত হবে।


ইসরায়েল ৭ অক্টোবরের পর হামাসবিরোধী অভিযানে নেমে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, আহত ১ লাখ ৬৬ হাজার।
জাতিসংঘে যুদ্ধবিরতির ছয়টি প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্র এই সমর-সমর্থনের মাধ্যমে গাজায় যুদ্ধ আরও দীর্ঘায়িত করছে।


এদিকে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির দাবিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর